পোস্টগুলি

মার্চ, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ভালোবাসা নাকি ঘৃণা

ছবি
ভালোবাসা নাকি ঘৃণা মোঃ হাসনাত বিন (আজিজ) ভালোবাসা আর ঘৃণা মানুষ যেখানে ভালোবাসা পাওয়ার জন্য অস্থিরতা করে সেখানে আমি চায় ভালোবাসা হারিয়ে ফেলতে । যখন মানুষ কোন বস্তু বা কাঊকে তীব্র ভাবে ভালবেসে ধরে রাখতে চায় , তখনই সেটা হারিয়ে যায় । এমন ভাবে আমি অনেক কিছু হারাতে দেখেছি এবং হারিয়েছি । ঠিক তখন থেকে আমি যেসব জিনিষকে ভালোবাসি সেসব কিছুকে ঘৃণা করে হারিয়ে ফেলতে চায় চিরতরে ।কারণ কাঊকে ঘৃনা সে হারায় না । সে হারায় না একদম মনের ভিতর মগজের ভিতরে থেকে যাবে । আর অতি ভালোবাসলে ঘৃণার মাঝে হারিয়ে যায় চিরতরে । 

হতাশা

ছবি
  হতাশা মো হাসনাত বিন আজিজ আমি হতাশ যে নির্দিষ্ট বিষয়বস্তু পাওয়ার আকাঙ্খায় মানুষ কাউকে ভালোবাসে সেই বিষয়বস্তু অন্যত্র মিলে গেলে মানুষ পুরোনো সম্পর্ক থেকে সরে আসে । মানুষ হলো মেঘের মতো । আবদ্ধ থাকতে চায় না , সুযোগ মিললেই উড়ে যায় ।  এই সবকিছু নিয়ে আজ আমি সত্যি খুবই হতাশ। 

মায়া 💔

ছবি
ভালোবাসা মোঃ হাসনাত বিন (আজিজ) ভীষণ ভাবে এক তরফা ভালোবাসে যাওয়া মানুষগুলোর জন্য খুব মায়া হয় । কি যত্ন আর ভালোবাসায় একটা নির্দিষ্ট মানুষকে পুষে রাখে ঠিক বুকের বা পাশে । অথচ তাদের উচিত ছিলো নির্দিষ্ট মানুষটাকে চিরকাল ঘৃণা করা । অবহেলা আর অভিযোগের বিনিময়ে ভালোবাসার মতো সুন্দর প্রতিশোধ এই পৃথিবীতে বোধহয় আর কোনো কিছুতেই নেই ।

এক তরফা ভালোবাসা

ছবি
  এক তরফা ভালোবাসা  এক তরফা ভালোবাসা  মোঃ হাসনাত বিন (আজিজ) ছেলেটার নাম ছিল জাহিদ । তার ঠিক পাশের বাসায় একটা মেয়ে থাকত নাম তার মিম । তারা দুজনেই খুব ভালো বন্ধু , বলতে গেলে একজন আরেক জনকে ছাড়া চলেই না একদিন জাহিদ মজার ছলে মিমকে   বলল , শুন মিম “ আমি তোকে ভালোবাসি ” সাথে সাথে মিম ও উত্তর দিল , শুন জাহিদ তুই আর আমি শুধুই বন্ধু এর বেশি কিছু না বলেই মিম চলে গেল । এভাবে শুনে নিজেকে আটকাতে পারলাম না । চিন্তা করতে করতেই হঠাৎ মিমের ফোন । হঠাৎ করেই মাঠে ডেকে পাঠাল জাহিদ কে । গিয়েই জাহিদ জিজ্ঞাসা করল কিরে মিম হঠাৎ জরুরি ডাকা ? মিমে উত্তর দিল সামনে পরীক্ষা আসছে তায় খুব টেনশন এ আছে । সাথে সাথে জাহিদ বলে উঠে টেনশন করিস না তুই ফেল করলে আমিই তোকে বিয়ে করব আর ২ টা ক্রিকেট খেলার টিম বানাব । একটা দল তোর একটা দল আমার । মিম রেগে গিয়ে তাকে গালে একটা জোরে থাপ্পড় মেড়ে বলল “ তোকে জীবনে বন্ধু বানিয়ে অনেক বড় ভুল করেছি । আজই আমাদের জীবনে সবকিছু শেষ ” বলেই চলে গেল এইদি